# গর্গ বিশ্বাস: কোটালীপাড়া উপজেলা প্রতিনিধি: আজ ১২ অক্টোবর শনিবার কান্দি ইউনিয়নের ৩৩ নং তারাকান্দর সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থানে ১-দিন ব্যাপী ফ্রিতে রোগীদের চিকিৎসা দেওয়া হয়েছে। অনুষ্ঠানের সন্মানিত অতিথি ও উদ্বোধক অরুণ কুমার বিশ্বাস সকাল ৮ ঘটিখায় অনুষ্ঠানটি উদ্বোধন করেছেন। কান্দি ইউনিয়ন যুব-সংঘের ৩০ বছর পূর্তি উপলক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মেডিক্যাল ক্যাম্পের পরিচালনায় ছিলেন কান্দি ইউনিয়নের এমবিবিএস ডাক্তার, ডেন্টিস্ট, ফিজিওথেরাপিস্ট, নার্স, প্যাথলোজিস্ট ও অন্যান্য কর্মীবৃন্দ। চিকিৎসা নেওয়ার জন্য খুব সকাল থেকেই অসংখ্য লোকজন বিদ্যালয়ে আসতে থাকেন। ছোট্ট শিশু থেকে শুরু করে সব বয়সের লোকেরা ছুটে আসেন চিকিৎসা নেওয়ার জন্য। মানুষেরা বলেন বিনামূল্যে চিকিৎসা পেয়ে আমাদের অনেক উপকার হয়েছে এবং ডাক্তাররা অনেক ভালোভাবে আমাদের চিকিৎসা দিয়েছেন।
কান্দি ইউনিয়ন যুবসংঘের 'প্রতিষ্ঠাতা সভাপতি' সুমন্ত কুমার হালদার বলেন এই অনুষ্ঠানটি এলাকায় একটি আলোরন সৃষ্টি করেছে। স্থানীয় জনগণেরা বলেন এই সংগঠনটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড করে আসছে, তারা মানুষের বিপদে সবসময় পাশে ছিলো এখনো আছে। সংগঠনের কর্মীদের প্রতি খুশি হয়ে সকল ডাক্তার এবং জনগণ তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর