গর্গ বিশ্বাস, কোটালীপাড়া, গোপালগঞ্জ প্রতিনিধি...................................
আজ শনিবার গোপালগঞ্জের, কোটালীপাড়া উপজেলার, শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপস্থিত ছিলেন নেত্রীর বোন শেখ রেহানা, নেত্রীর কন্যা সায়মা ওয়াজেদ পুতুল সহ বিভিন্ন নেতাকর্মীরা।
দুপুরে প্রধানমন্ত্রী এই জনসভায় উপস্থিত হন। নির্বাচনী জনসভায় খন্ড খন্ড মিছিল নিয়ে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা। নির্বাচনী সভার স্থান সহ আশেপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সকাল থেকেই পায়ে হেঁটে কিংবা বাস-ট্রাকে করে নেতাকর্মীসহ সাধারণ জনগণ এই সমাবেশ স্থলে আসেন। সমাবেশ স্থলের আশেপাশে কানায় কানায় ভরে গেছে নৌকার ভক্তদের দ্বারা। সবার হাতে হাতে নৌকা মার্কার পতাকা, ব্যানার ফেস্টুন সহ বিভিন্ন রকমের বাদ্যযন্ত্র দিয়ে আনন্দমুখর পরিবেশ গড়ে তোলে।
প্রধানমন্ত্রী বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু শুধু দেশের স্বাধীনতা এনে দিয়ে ক্ষান্ত হয়নি, তিনি বাংলাদেশের মানুষের মুক্তির পথও দেখিয়ে দিয়ে গিয়েছিলেন। অন্য, বস্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার ব্যবস্থা যেটা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিলো আজকে তা আমরা অনেকটা পূরন করতে পেরেছি।
২০০৮ এর ইস্তেহারে ঘোষণা দিয়েছিলাম ডিজিটাল বাংলাদেশ গড়বো আজ ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি। তিনি আরো বলেন, বাংলাদেশের একটা মানুষও ভূমিহীন ও গৃহহীন থাকবে না।
শেখ হাসিনা বলেছেন, আজকে আমি আপনাদের কাছে আবার এসেছি প্রার্থী হিসেবে আমাকে নৌকা মার্কায় ভোট দিয়ে আপনাদের সেবা করার সুজোগ করে দিন। কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ সহ বিভিন্ন নেতাকর্মীরা বক্তব্য দেন।
বক্তারা বলেন, শেখ হাসিনা সরকারের অধীনে আমরা দুর্নীতি, নারী-নির্যাতন, চুরি-ডাকাতি, অন্যায়-অবিচার ইত্যাদি থেকে মুক্তি পেয়ে স্বাধীনভাবে জীবনযাপন করতে পারছি। এছাড়াও শেখ হাসিনার জন্যই আজ ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হয়েছে, তাই আমরা ৭ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনাকে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবো।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর