প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৯, ২০২৫, ২:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৬, ২০২৪, ৫:২৪ এ.এম
কোটাপদ্ধতি সংস্কারের দাবিতে রাবি শিক্ষার্থীদের পদযাত্রা ও স্মারকলিপি প্রদান

মোঃ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি...........
সরকারি চাকরির সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে কোটা পদ্ধতি সংস্কার করার একদফা দাবিতে গণপদযাত্রা ও স্মারক লিপি প্রদান করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ রোববার বেলা ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরী সমানে বিভিন্ন হলের শিক্ষার্থীরা এসে জড়ো হয়ে গণ পদযাত্রায় অংশগ্রহণ করেন।
পদযাত্রাটি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে তালাইমারি, সাহেববাজার, সিএন্ডবি হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পদযাত্রায় কোটা বিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা।
এ সময় তারা ‘আমরা সোনার বাংলায় কোটা প্রথার ঠাঁই নেই,’ ‘মেধাবীদের কান্না আর না আর না’, ‘বৈষম্যের বিরুদ্ধে লড়াই হবে একসাথে’ ইত্যাদি শ্লোগান দিতে থাকেন। এছাড়াও ‘১৮ এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’, ‘কোটা বৈষম্য নিপাত যাক মেধাবীরা মুক্তি পাক’, দেশটা নয় পাকিস্তান কোটার থেকে অবসান’ ইত্যাদি লেখা সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
পরে রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদের মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি প্রদান করেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর