মোঃ আলফাত হোসেন, বিশেষ প্রতিনিধি: পূর্ব কৈখালীর দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে নিজেদের অর্থ ও স্বেচ্ছাশ্রমে ইটের সোলিং সহ কাঁচা রাস্তার সংস্কার কাজ করেছেন পূর্ব কৈখালী গ্রামের বাসিন্দারা। মঙ্গলবার সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পূর্ব কৈখালী গ্রামের মানুষ এ সংস্কার কাজ করেন।
জানা যায়, উপজেলার পূর্ব কৈখালী গ্রামের সাপখালী পাড়ার গ্রাম্য ডাক্তার সাইফুল ইসলামের বাড়ি থেকে সাংবাদিক আলফাত হোসেনের বাড়ি পর্যন্ত একটি ইটের সোলিং সহ কাঁচা রাস্তা রয়েছে। সাপখালী গ্রামের রাস্তা পিচ ঢালাই থেকে চার গ্রামের যোগাযোগের মাধ্যম ইটের সোলিং ও মাটির রাস্তার মাঝখানে কিছু কিছু জায়গায় সংস্কার অভাবে বিলীন হতে যাচ্ছে এই দীর্ঘ রাস্তাটি এখনো অনেকটাই কাঁচা রয়েছে। এ রাস্তা দিয়ে পূর্ব কৈখালী, পশ্চিম কৈখালী, সাপখালী,খালপাড়াসহ কয়েকটি গ্রামের লোকজন হাসপাতাল, থানা, স্কুলকলেজ হাটবাজারসহ উপজেলা সদরে যাতায়াত করেন।
এসব গ্রামের শিক্ষার্থীরাও এ পথেই স্কুল-কলেজ ও মাদ্রাসায় যাতায়াত করেন। কিন্তু সামান্য বৃষ্টি হলেই রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। ফলে যানবাহন চলাচল তো দূরের কথা, পায়ে হেঁটে চলাও কষ্টকর হয়ে পড়ে। এলাকার বাসিন্দাদের কেউ অসুস্থ হলে তাকে হাসপাতালে নিতে বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে। স্কুল কলেজ,মসজিদ মাদ্রাসা ছাড়া ও নিজেদের উৎপাদিত কৃষিপণ্যও হাটবাজারে নিতে দুর্ভোগের অন্তথাকে না।
পূর্ব কৈখালী গ্রামের আবু জাফর বলেন, ‘দীর্ঘ১৫ বছরে ও এ রাস্তাটুকু ইউনিয়ন পরিষদের বরাদ্দ ও সরকারিভাবে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। তাই আমরা নিজেরাই টাকা তুলে ইট বালু কিনে রাস্তা সংস্কার করছি।
কৈখালী ইউনিয়নের চেয়ারম্যান শেখ আব্দুর রহিম জানান, রাস্তাটি গুরুত্বপূর্ণ। তবে গ্রামবাসী যেটুকু কাজ করছেন, তাতে আমি অভিভূত। আগামীতে রাস্তাটি পাকা ও সংস্কার করার উদ্যোগ নেওয়া হবে।#