নিজস্ব প্রতিবেদন, চট্টগ্রাম: বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক দীর্ঘদিন দায়িত্ব পালন করিয়া আসিতেছেন। সাংগঠনিক কার্যক্রম কে গতিশীল করার লক্ষ্যে আহমদ নুর এরিক কে পদোন্নতি করে বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক দায়িত্ব প্রদান করা হলো।
বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাজেন হোসেন সম্রাট ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল মালেক সুমনের স্বাক্ষরিত কেন্দ্রীয় কমিটির প্যাডে তাকে যুগ্ম সাধারণ সম্পাদক করে দায়িত্ব প্রদান করা হয়। আশা করি আহমদ নুর এরিক কে যে দায়িত্ব প্রদান করা হয়েছে সেই দায়িত্ব সততার সাথে পালন করবে এবং সাংগঠন এর কার্যক্রম কে গতিশীল করতে ভূমিকা রাখবে। আমরা তার সু-স্বাস্থ্য দীর্ঘয়ু এই কামনা করি।
নব-নির্বাচিত বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আহমদ নুর এরিক বলেন আমাকে যে দায়িত্ব অর্পণ করা হয়েছে আমি সততার সাথে সে দায়িত্ব আমি পালন করব।
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর