প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৫, ২০২৫, ৮:৪৪ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২০, ২০২২, ২:১৯ পি.এম
কুড়িগ্রাম সোনাহাটে বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ

# ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি.................................
কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারীর উপজেলাধীন সোনাহাট কবরস্থানের পাশে থাকা একটি পানিভর্তি গর্ত হতে আব্দুল কুদ্দুস আলী নামে এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত আব্দুল কুদ্দুস মাহিগঞ্জ চান্দনীয়া গ্রামের মৃত আহাম্মদ আলীর পুত্র।
এলাকাবাসী জানায়, কুদ্দুস আলী মানসিক প্রতিবন্ধী ও গাঁজা সেবি ছিল, শারিরীক ভাবেও খুবই অসুস্থ্ ছিল। রাস্তায় ল্যাংটা হয়ে ঘুরতো। পারিবারিক সুত্রে জানা যায়, সে ৩/৪ দিন পুর্বে বাড়ি থেকে বের হয়ে সে আর বাড়িতে ফিরেনি।বৃহস্পতিবার এলাকাবাসী তার লাশ দেখে বাড়িতে খবর দিলে তারা এসে লাশ সনাক্ত করে।
পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে প্রাথমিক ময়না তদন্তের পর কোন অভিযোগ না থাকায় পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন জানান এ বিষয়ে একটি ইউডি মামলা হয়েছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর