আরিফুল ইসলাম জয়, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম..............................................
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ পালিত হয়েছে। শনিবার(২৯ অক্টোবর) সকাল দশটায় ভূরুঙ্গামারী থানার আয়োজনে ” কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি শৃঙ্খলা সর্বত্র” এই প্রতিপাদ্য নিয়ে বর্নাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
থানা থেকে র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ করে র্যালি থানার সামনে এসে শেষ হয়। ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় পুলিশিং ডে ২০২২’। আলোচনা সভায় বক্তব্য রাখেন, ভূরুঙ্গামারী থানার ওসি (তদন্ত) আজাহার আলী, জেলা পরিষদ সদস্য জহির উদ্দিন ব্যাপারি, তিলাই ইউনিয়নে চেয়ারম্যান কামরুজ্জামান প্রমুখ।
আরো উপস্তিতিত ছিলেন ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিগন, পুলিশ সদস্য, উপজেলার বিভিন্ন ওয়ার্ডের পুলিশিং কমিটির নেতৃবৃন্দ ও আরো অনেকেই।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর