প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৫, ২০২৫, ৩:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১৯, ২০২৫, ২:২৬ পি.এম
কুষ্টিয়ার কুমারখালীতে সাপের কামড়ে ঘমন্ত যুবকের মৃত্যু হয়েছে

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!
কুষ্টিয়ার কুমারখালীতে নিজ ঘরে রাতে ঘুমন্ত অবস্থায় বিষধর সাপ কামড় দিলে সাব্বির আহমেদ (১৯) নামের এক যুবক চিকিৎসাধীন অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে
আজ বৃহস্পতিবার, (১৯ জুন) সকালে মারা গেছে।
নিহত সাব্বির উপজেলার বাগুলাট ইউনিয়নের মধুপুর এলাকার মৃত জাহাঙ্গীর আলীর ছেলে। তিনি পেশায় ডেকোরেশন শ্রমিক ছিলেন।
সূত্রে জানা গেছে, সাব্বির আহমেদ রাতে বিষধর সাপ তাকে ছোবল দেয়। পরিবারের লোকজন তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় সকালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমাম বলেন, সাপের কামড়ে বিষক্রিয়ায় ওই যুবকের মৃত্যু হয়েছে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান শেখ জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর