শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!
কুষ্টিয়ায় বিজিবি সদস্যরা যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৭০ লক্ষ টাকার কোকেন উদ্ধার করেছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) নায়েব সুবেদার সিগন্যাল আব্দুল হামিদের নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল কুষ্টিয়া জেলাধীন ভেড়ামারা উপজেলার বারমাইল এলাকায় প্রধান সড়কের উপরে যশোর হতে সিরাজগঞ্জগামী ‘‘সাব্বির পরিবহন (রেজিঃ নং ঢাকা মেট্রো-ব-১৪-৫১৫৮)’’ বাসে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১কেজি ৪শ’ গ্রাম কোকেন উদ্ধার করে। ৪৭ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মাহবুব মুর্শেদ রহমান ঘটরার সত্যতা নিশ্চিত করে বলেন উদ্ধারকৃত কোকেনের আনুমানিক মূল্য ৭০ লক্ষ টাকা। উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে বিধি মোতাবেক ভেড়ামারা থানায় সাধারণ ডায়েরি করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।#