প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৫, ২০২৫, ১২:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৮, ২০২৫, ১১:১৯ এ.এম
কুষ্টিয়ায় ব্যবসায়ীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!
কুষ্টিয়া সদর উপজেলায় নিজ ঘর থেকে আব্দুর রহমান উজ্জল (৩৫) নামে এক ব্যবসায়ীর মাথায় গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে।
রবিবার (৮ জুন) সকালে কুষ্টিয়া উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের তাহাজমোড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মরদেহের পাশ থেকে একটি পিস্তল ও চিরকুট উদ্ধার করা হয়েছে।
ঘটনাস্থলে থাকা পাটিকাবাড়ি ক্যাম্প পুলিশের সহকারী উপ-পরিদর্শক(এসএসআই) শামসুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত আব্দুর রহমান একই ইউনিয়নের পাটিকাবাড়ি বাজার এলাকার মৃত ওসমানের ছেলে। একটি বিস্কুট কোম্পানির পরিবেশক ছাড়াও স্থানীয় বাজারে তার ফটোকপির দোকান ছিল। পুলিশের ধারণা পারিবারিক কলহের জের ধরে তিনি আত্মহত্যা করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তাহাজমোড় এলাকায় নিজ জমির উপর একটি টিনের ছাপড়া ঘরে একাই থাকতেন উজ্জল। শনিবার সকালে ঘুম থেকে উঠতে দেরি করলে পরিবারের লোকজন তাকে ডাকতে গেলে জানালা দিয়ে বিছানার ওপর তার রক্তাক্ত মরদেহ দেখতে পাই। পরে স্থানীয়রা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে পুলিশকে খবর দেই।
স্বজনেরা জানিয়েছেন, পারিবারিক কলহের জেরে পৈত্রিক বাড়ি থেকে একটু দুূরে নিজ জমিতেই টিনের ছাপড়া ঘরে থাকতেন উজ্জল।
প্রায় তিন মাস আগে বনিবনা না হওয়ায় বউ একমাত্র সন্তানকে নিয়ে বাবার বাড়ি চলে যায়। এরপর থেকে ওই বাড়িতেই উজ্জল একাই থাকতেন। সন্তানকে নিয়ে স্ত্রী চলে যাওয়ায় কিছুদিন ধরে তিনি মানসিকভাবেও ভেঙে পড়েছিলেন।
পাটিকাবাড়ি ক্যাম্প পুলিশের ( এসএসআই ) শামসুল হক বলেন, মাথায় গুলিবিদ্ধ অবস্থায় মরদেহ বিছানার উপর পড়ে ছিল। স্থানীয়রা দরজা ভেঙে পুলিশকে খবর দেই।
মরদেহের পাশ থেকে একটি পিস্তল ও চিরকুট উদ্ধার হয়েছে। চিরকুট ও বিভিন্ন বিষয় পর্যালোচনা করে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর