শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!
কুষ্টিয়ার মিরপুরে মাঠে তামাকের গাছ কাটার সময় বজ্রপাতে এক কলেজছাত্র নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৫ মে) দুপুর ৪টার দিকে মিরপুর উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের খাড়ারা মাঠে এ ঘটনা ঘটে।
নিহতের নাম বিজয় (২১)। তিনি কুষ্টিয়া সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। মিরপুর উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের খাড়ারা এলাকার শামসুদ্দিনের ছেলে। এছাড়া একই এলাকার আক্কাস আলীর ছেলে সুজন (৩০) আহত হন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা চারটার সময় মিরপুর উপজেলা জুড়ে তীব্র বজ্রপাতসহ বৃষ্টি শুরু হয়। এ সময় খাড়ার মাঠের মধ্যে বিজয় ও সুজন দুইজনই তামাক গাছের ডাটা কাটতেছিল। মেঘের শুরুতেই হঠাৎ তীব্র বজ্রপাতে দুইজন আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিজয়কে মৃত ঘোষণা করেন। আর সুজনকে মুমূর্ষু অবস্থায় চিকিৎসা দেওয়া হচ্ছে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।#