প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২০, ২০২৫, ৯:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৬, ২০২৫, ৩:০২ পি.এম
কুষ্টিয়ায় পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!
কুষ্টিয়ার মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের গ্রামের নিজ বাড়ি থেকে রকিবুল ইসলাম (২৫) নামের এক পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের কাতলামারী গ্রামের বাড়ি থেকে এ লাশ উদ্ধার করা হয়।
রকিবুল ইসলাম ওই গ্রামের সামসুল ইসলামের ছেলে। ৫২তম কনস্টেবল ব্যাচের সদস্য রকিবুল ঝিনাইদহ পুলিশ লাইনে কর্মরত ছিলেন।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, পুলিশ সদস্য রকিবুল ইসলাম ছুটিতে বাড়িতে আসেন। আজ বুধবার সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হন। পরে ঘরে ঢুকে ভেতর থেকে আটকে দিয়ে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন।
ওসি আরও বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, ঋণগ্রস্ত রকিবুল মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। তা ছাড়া পারিবারিক কলহের জেরে তাঁর স্ত্রী বাবার বাড়িতে থাকতেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর