শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!
কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের কচুবাড়ীয়া গ্রামে পানিতে ডুবে আব্দুল্লাহ মোবারক (৮) এক মাদ্রাসার ছাত্রের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৪ এপ্রিল) সাড়ে ১২টার দিকে মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের কচুবাড়ীয়া জিকে ক্যানাল এলাকায় এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের আমলা হাফেজিয়া মাদরাসার ৩য় শ্রেণীর ছাত্র আব্দুল্লাহ মোবারক (৮) তার চাচাতো ভাইয়ের সাথে বাড়ির পাশে জিকে ক্যানালে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা যায়। পানিতে ডুবে যাওয়ার পর তাকে দ্রুত উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত আব্দুল্লাহ মোবারক মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের কচুবাড়ীয়া গ্রামের ফখরুজ্জামানের ছেলে।
এ ঘটনার বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।#