প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১১, ২০২৫, ৫:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১, ২০২৫, ১১:২৭ এ.এম
কুষ্টিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে ট্রাক, আহত ২

শাহীন আলম লিটন কুষ্টিয়া প্রতিনিধি !!!
কুষ্টিয়ার দৌলতপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবাহী ট্রাক বসতঘরে ঢুকে পড়েছে। এতে ওই বাড়ির দুই নারী আহত হয়েছেন।
রবিবার (১ জুন) ভোরে দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের থানার মোড় ব্রাক পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন– বাড়ির মালিক পঁচা শেখের স্ত্রী রুবি আক্তার (৪৮) ও পুত্রবধূ নিশি খাতুন (২২)।
এলাকাবাসী জানান, ভোরে বাড়ির সবাই ঘুমিয়ে ছিল। হঠাৎ বিকট শব্দে তাদের ঘুম ভেঙে যায়। দ্রুত বাইরে বেরিয়ে দেখেন, একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঘরের ভেতরে ঢুকে পড়েছে। এতে ঘরের ব্যাপক ক্ষয়ক্ষতিসহ দুই নারী আহত হয়েছেন।
তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, ‘‘এ ঘটনায় দুজন আহত হয়েছেন। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর