কুষ্টিয়া প্রতিনিধিঃ কি অপরাধ ছিল এই ৭ বছরের শিশুর! নিখোঁজ এর পর বাশঝাড়ে পড়ে ছিল তার নিথর দেহ! হৃদয়বিদারক এই ঘটনা কুষ্টিয়ার মিরপুর উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের নওদা খাদিমপুর গ্রামে।
ওই গ্রামের সদ্দার পাড়ার বাসিন্দা আকরাম সর্দারের ৭ বছরের কন্যা রাইসা খাতুন। নিজ বাড়ি থেকে দুপুরে নিখোঁজ হয়। পরিবারের লোকজন ও প্রতিবেশীরা অনেক খোঁজাখুঁজির পর গত রাত ৯টার দিকে বাড়ির পেছনের বাঁশঝাড়ের ওপাশের একটি ডোবা থেকে তার নিথর দেহ উদ্ধার করেন। শিশুটির মৃত্যু ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ ঘটনায় পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। স্থানীয়রা শিশুটির মৃত্যু নিয়ে নানা প্রশ্ন ও শঙ্কা প্রকাশ করেছেন। পরিবারের সদস্যরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর