প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১১, ২০২৫, ২:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৪, ২০২৫, ১০:১৫ এ.এম
কুষ্টিয়ায় দুই নারী শিক্ষার্থীকে উত্ত্যক্তের অভিযোগে যুবক আটক

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!
কুষ্টিয়ার ভেড়ামারায় দুই নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার, (২৩ মে) দুপুরে ভেড়ামারা উপজেলার পাইলট মাধ্যমিক বিদ্যালয় এলাকা থেকে তাকে আটক করা হয়। আটকৃত ওই যুবকের নাম বোরহান উদ্দিন (২০)। তিনি উপজেলার সাতবাড়ীয়া এলাকার আফতাব উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শুক্রবার বেলা ১২টার দিকে ভেড়ামারা উপজেলা বড় মসজিদ গলির রাস্তা দিয়ে পায়ে হেঁটে দুই নারী শিক্ষার্থী যাচ্ছিল। এমন সময় অভিযুক্ত ওই যুবক ও তার কয়েকজন বন্ধুরা একই রাস্তা দিয়ে যাওয়ার সময় এক নারীর শরীরে হাত দিয়ে স্পর্শে উত্ত্যক্ত করে অভিযুক্ত যুবক।
এসময় ওই নারী প্রতিবাদ করলে পালিয়ে যায় তারা। উত্ত্যক্ত করার ভিডিওটি পাশের একটি দোকানে থাকা সিসি ক্যামেরায় ধরা পড়ে। পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে উপজেলা এলাকাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। পরে বিষয়টি পুলিশের নজরে আসলে স্থানীয় লোকজনের সহায়তায় ওই যুবককে আটক করে থানা পুলিশ।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শহিদুল ইসলাম বলেন, 'এ ব্যাপারে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর