প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২০, ২০২৫, ২:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৩০, ২০২৫, ২:২৬ পি.এম
কুষ্টিয়ায় ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!
কুষ্টিয়ায় একটি নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে বাদল (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৮ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে শহরের কোর্টপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম বাদল (৩২)। তিনি শহরের পশ্চিম মজমপুরের মৃত মোহনের ছেলে। বাদল পেশায় নির্মাণশ্রমিক ছিলেন। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘‘গত রাতে মিঠুন নামের এক ব্যক্তির নির্মাণাধীন সাততলা ভবনে চোরের দল মালপত্র চুরি করতে আসে। এ সময় বাদলসহ স্থানীয় কয়েকজন ভবনের ছাদে চোর খুঁজতে উঠেন। সে সময় অসাবধানতাবশত বাদল নিচে পড়ে যান। দ্রুত তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’’#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর