প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২০, ২০২৫, ৫:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১, ২০২৫, ৯:২২ এ.এম
কুষ্টিয়ায় চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত চোরের মৃত্যু

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!
কুষ্টিয়ার দৌলতপুরে পল্লী বিদ্যুতের সাব-স্টেশনে চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত (৩৫) এক চোরের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) সকাল ৮টার দিকে দৌলতপুর উপজেলার তারাগুনিয়া থানার মোড় এলাকায় দৌলতপুর পল্লী বিদ্যুতের জেনাল অফিসের সাব-স্টেশন থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তার পরিচয় পাওয়া যায়নি।
দৌলতপুর পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার তৌফিকুর ইসলাম বাচ্চু জানান, বুধবার দিবাগত রাতে অথবা বৃহস্পতিবার ভোরে সাব-স্টেশনের ভেতরে বড় ট্রান্সফরমারের আর্থিংয়ের তার চুরি করতে গিয়ে ওই ব্যক্তি বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যান। কিছু তার চুরি হয়েছে বলে আমরা দেখতে পেয়েছি। পুলিশকে খবর দিলে তারা এসে নিহত চোরের মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, ঘটনাস্থল থেকে বিদ্যুৎপৃষ্ট হয়ে নিহত হওয়া এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এখনো তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। চুরি করতে গিয়ে মৃত্যু হয়েছে কি না তা তদন্ত সাপেক্ষে বলা যাবে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর