প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২০, ২০২৫, ১:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১০, ২০২৫, ১:৩৬ পি.এম
কুষ্টিয়ায় চুরির অভিযোগে যুবককে নির্যাতনে হত্যা

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!
কুষ্টিয়ায় গলায় গামছা প্যাঁচানো অবস্থায় সুরমান আলী (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ছুরমানের স্বজনদের অভিযোগ, প্রতিবেশী একটি বাড়িতে চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাঁকে ডেকে নিয়ে নির্যাতন চালিয়ে হত্যা করা হয়।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ৭টার দিকে শহরের জিকে কলোনির মোতালেবের বাড়ি থেকে ওই ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
এলাকাবাসী জানান, সুরমানকে মঙ্গলবার রাত ১টার দিকে তুলে নিয়ে যায় হাকিমের লোকজন। এরপর বুধবার সন্ধ্যা পর্যন্ত হাকিমের বাড়িতে আটকে মারধর করা হয়। বুধবার সন্ধ্যা থেকে তাকে আর হাকিমের বাড়ি পাওয়া যায়নি।
নিহতের ভাতিজা সজল বলেন, কলোনির হালিম বিক্রেতা হাকিমের বাড়িতে চুরির ঘটনায় আমার চাচা সুরমানকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, এ ঘটনায় অভিযুক্ত হাকিম, তার স্ত্রী ও মেয়েকে
আটক করা হয়েছে।
ওসি আরও বলেন, হাকিমের লোকজন সুরমানকে মারধর করেছে, এ ঘটনা এলাকার সবাই দেখেছে। দ্রুত হত্যায় অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কুষ্টিয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান। এসময় তিনি নিহতের স্বজন ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলেন।
পুলিশ সুপার জানান, এরই মধ্যে তিনজনকে আটক করা হয়েছে। দোষী বাক্তিদেরও দ্রুত গ্রেফতার করা হবে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর