শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!
কুষ্টিয়ার মিরপুর উপজেলার পৌর পশুহাটের মার্কেটে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) ধান বীজ অবৈধভাবে বিক্রি করার দায়ে ‘রওনক বীজ ভান্ডার’ এর মালিক ইয়াছিন আলীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার (১২ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলামের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
নাজমুল ইসলাম জানান, বিএডিসির অনুমোদিত বীজ বিক্রি না করে অবৈধভাবে ধান বীজ বিক্রি করার অপরাধে মালিক ইয়াছিন আলীকে বীজ আইন-২০১৮ এর ২৪(২) ধারা মোতাবেক ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসাথে ১ হাজার ৭৭০ বস্তা ধান বীজ পূর্বের মালিক ‘রামিম বীজ ভান্ডার’ এ ফেরত পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
এছাড়াও জানা গেছে, ইয়াছিন আলী ঝিনাইদহ জেলার সদর উপজেলার অগ্নিবীনা সড়কের বিএডিসির অনুমোদিত বীজ ডিলার ‘রামিম বীজ ভান্ডার’ থেকে ১ হাজার ৭৭০ বস্তা ব্রি-ধান ৯৮ জাতের ধান বীজ ৬৩০ টাকা দরে ক্রয় করেন।
অভিযানে জেলা বীজ প্রত্যয়ন অফিসের অফিসার সেলিম হোসেন, মিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান আদালত জানায়, জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।#