প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২০, ২০২৬, ২:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৬, ২০২৫, ২:৩৬ পি.এম
কুষ্টিয়ায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!
কুষ্টিয়া সদর উপজেলার লাহিনী উত্তরপাড়া এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের (২৫) লাশ উদ্ধার করা হয়েছে।
গতকাল সোমবার (৫ মে) রাত সাড়ে ১০টার দিকে স্থানীয়রা গলায় রশি দিয়ে গাছের সঙ্গে বাঁধা অবস্থায় ওই যুবককে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
তবে আজ মঙ্গলবার (৬ মে) সকাল ৯টায় এই সংবাদ লেখার আগপর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে স্থানীয় এক ব্যক্তি লাহিনী উত্তরপাড়া এলাকার রেললাইন ধরে হেঁটে যাওয়ার সময় পাশেই একটি আমগাছের সঙ্গে গলায় রশি দেওয়া ও পা মাটিতে থাকা অবস্থায় এক যুবককে দেখতে পায়। এরপর এলাকাবাসীকে জানালে তারা থানা-পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।
এ বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, লাশটির পরিচয় এখনো পাওয়া যায়নি। শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে, আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর বাকিটা নিশ্চিত হওয়া যাবে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর