আবু রায়হান রাসেল, নওগাঁ প্রতিনিধি:
ডেইলি অবজারভারের নওগাঁ জেলা প্রতিনধি ওবায়দুল হক (৬৫) গুরুতর অসুস্থ। দীর্ঘ দিন ধরে তিনি কিডনি জটিলতায় ভুগছেন। তিনি বর্তমানে ঢাকার কিডনি ফাউন্ডেশনের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক সৈয়দ মাহবুব মজিদের অধীনে চিকিৎসাধীন রয়েছে। তাঁর বাম কিডনিতে জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করা প্রয়োজন। ওবায়দুল হকের ব্যয়বহুল চিকিৎসায় মানবিক সাহায্যের আবেদন জানিয়েছেন তাঁর পরিবারের সদস্য ও বন্ধুরা।
২০২১ সাল থেকে ওবায়দুল হক কিডনিজনিত সমস্যায় ভুগছেন। কিডনিতে রোগ ধরার পর থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রতি মাসে প্রায় ২০ হাজার টাকার ওষুধ সেবন করতে হচ্ছে তাঁকে। ছয় মাসে আগে চিকিৎসক তাঁকে জরুরি ভিত্তিতে শরীরের বাম কিডনি অস্ত্রোপচারের জন্য পরামর্শ দিয়েছেন। কিন্তু টাকার অভাবে তিনি অস্ত্রোপচার করাতে পারছেন না। বর্তমানে ওবায়দুল হকের পরিবার তাঁর চিকিৎসার ব্যয়ভার বহন করতে হিমশিম খাচ্ছেন।
নওগাঁ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক ওবায়দুল হক বলেন, ‘সাংবাদিক হিসেবে আমি খুব সামান্য সম্মানি পাই। এছাড়া এক ছেলে একটি প্রাইভেট কোম্পানিতে ১৮-২০ হাজার টাকা বেতনে চাকরি করে। ছোট মেয়ে কলেজে পড়াশোনা করে। বাবা-ছেলের উপার্জন দিয়ে সংসার চালানোই কঠিন। তার ওপর গত চার বছর ধরে আমার চিকিৎসা ও ওষুধ কিনার খরচ যোগ হইছে। মাসে প্রায় ২০ হাজার টাকার ওষুধ খেতে হয়। এই ব্যয় বহন করতে হিমশিম খেতে হচ্ছে।
ডাক্তার বলতেছে জরুরি ভিত্তিতে বাম কিডনি অপারেশন করতে হবে। তা না হলে কিডনি রোগ আরও জটিল হয়ে যাবে। এই মূহূর্তে অপারেশন করাতে ৫ থেকে ৬ লাখ টাকা লাগবে। কিন্তু এই টাকা জোগাড় করতে পারছি না। এমন অবস্থায় সমাজের হৃদয়বান মানুষের আর্থিক সহায়তার আবেদন জানাচ্ছি।
সাংবাদিক ওবায়দুল হককে সহায়তা পাঠানো ঠিকানা: মো. ওবায়দুল হক, হিসাব নম্বর: ০৮ ১২১ ০০০৮২ ০৩৪, মার্কেন্টাইল ব্যাংক, নওগাঁ শাখা। বিকাশ নম্বর: ০১৭১৫ ৩৬৭৯৯০। #
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর