প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২০, ২০২৬, ৪:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২০, ২০২৬, ৬:৫১ এ.এম
কালুপুর নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্ট–২০২৬: চ্যাম্পিয়ন সিডনি সিক্সার

নিজস্ব প্রতিবেদক, আব্দুল বাতেন: কালুপুর নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্ট–২০২৬-এর ফাইনাল খেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ রাতে কালুপুর সরকারি প্রাইমারি স্কুল মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত ফাইনালে মুখোমুখি হয় গোল্ডস্টার ও সিডনি সিক্সার। খেলার শেষে উত্তেজনাপূর্ণ লড়াইয়ে গোল্ডস্টারকে পরাজিত করে সিডনি সিক্সার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশরাফুল আলম রশিদ, সাবেক সেক্রেটারি, শিবগঞ্জ উপজেলা এবং সম্মানিত সদস্য, জেলা বিএনপি চাঁপাইনবাবগঞ্জ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ কে আসগার, আহ্বায়ক, ধাইনগর ইউনিয়ন বিএনপি নির্বাচন পরিচালনা কমিটি; মোঃ রাহাদ আলী, সাবেক ১ নং ওয়ার্ড সদস্য ও প্যানেল চেয়ারম্যান, ৯ নং দুর্লভপুর ইউপি; সাবেক যুবদল সভাপতি জাহিদুল ইসলাম (জাহিদ); মোঃ আজিজুল ইসলাম (আজিজ), সমাজসেবক ও যুবনেতা, পূর্তিপুর ইউপি; এবং মিজানুর রহমান (বাবু), বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ মাহেদুর রহমান, প্রভাষক, শিবগঞ্জ বিএম কলেজ। সার্বিক পরিচালনায় ছিলেন মোঃ মইন উদ্দিন, সরকারি চাকুরীজীবী। খেলা শেষে চ্যাম্পিয়ন দল সিডনি সিক্সার-এর হাতে প্রধান অতিথি আশরাফুল আলম রশিদ আনুষ্ঠানিকভাবে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন।
এ সময় উপস্থিত অতিথিরা খেলোয়াড়দের ক্রীড়ানৈপুণ্য ও আয়োজকদের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন টুর্নামেন্ট অব্যাহত রাখার আহ্বান জানান। টুর্নামেন্টটি আয়োজন করে কালুপুর মহাজনপাড়া, কালুপুর, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর