ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশরাফুল আলম রশিদ, সাবেক সেক্রেটারি, শিবগঞ্জ উপজেলা এবং সম্মানিত সদস্য, জেলা বিএনপি চাঁপাইনবাবগঞ্জ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ কে আসগার, আহ্বায়ক, ধাইনগর ইউনিয়ন বিএনপি নির্বাচন পরিচালনা কমিটি; মোঃ রাহাদ আলী, সাবেক ১ নং ওয়ার্ড সদস্য ও প্যানেল চেয়ারম্যান, ৯ নং দুর্লভপুর ইউপি; সাবেক যুবদল সভাপতি জাহিদুল ইসলাম (জাহিদ); মোঃ আজিজুল ইসলাম (আজিজ), সমাজসেবক ও যুবনেতা, পূর্তিপুর ইউপি; এবং মিজানুর রহমান (বাবু), বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ মাহেদুর রহমান, প্রভাষক, শিবগঞ্জ বিএম কলেজ। সার্বিক পরিচালনায় ছিলেন মোঃ মইন উদ্দিন, সরকারি চাকুরীজীবী। খেলা শেষে চ্যাম্পিয়ন দল সিডনি সিক্সার-এর হাতে প্রধান অতিথি আশরাফুল আলম রশিদ আনুষ্ঠানিকভাবে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন।
এ সময় উপস্থিত অতিথিরা খেলোয়াড়দের ক্রীড়ানৈপুণ্য ও আয়োজকদের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন টুর্নামেন্ট অব্যাহত রাখার আহ্বান জানান। টুর্নামেন্টটি আয়োজন করে কালুপুর মহাজনপাড়া, কালুপুর, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ।#