মো: ইব্রাহিম খন্দকার, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি.................
গাজীপুরের কালীগঞ্জ উপজেলা কৃষি ব্যাংকের গ্রাহক সম্পর্ক ও গ্রাহকসেবা উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ কৃষি ব্যাংক, কালীগঞ্জ শাখার খোদেজা কমপ্লেক্রে বাংলাদেশ কৃষি ব্যাংক, গাজীপুর মূখ্য অঞ্চলের মূখ্য আঞ্চলিক ব্যবস্থাপক কাজী মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ কৃষি ব্যাংক, কালীগঞ্জ শাখা ব্যবস্থাপক মো. জামান শেখ এর সার্বিক ব্যবস্থাপনায় অফিসার নুরে আলম এর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক, বিভাগীয় কার্যালয়, ঢাকার মহাব্যবস্থাপক, আশারাফুজ্জামান খান। বিশেষ অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুর রহমান, কালীগঞ্জ কাপাসিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার উখিং মে।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদৎ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা তাসলিম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা (বিআরডিভি) ইশরাত জাহান, বোয়ালী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মো. মাহবুব হোসেন, কালীগঞ্জ কৃষি ব্যাংকের গ্রাহক সাবেক কাউন্সিলর জসিম উদ্দিন তাঁরা, মো. মোশাররফ হোসেন, হান্নান ভূইয়া, মো. হেলাল উদ্দিন, সিরাজ উদ্দিন, সাওরাইদ শাখার গ্রাহক সোলাইমান ফ্লান্জী ও আওড়াখালী কৃষি ব্যাংকের গ্রাহক মো. আবুল কাশেম।
পরিশেষে কালীগঞ্জ কৃষি ব্যাংক, সাওরাইদ কৃষি ব্যাংক ও আওড়াখালী কৃষি ব্যাংকের ১২ জন গ্রাহকের মাঝে এককোটি টাকার ঋন বিতরণ করা হয়। এ সময় বাংলাদেশ কৃষি ব্যাংক, কালীগঞ্জ উপজেলার তিন শাখার কয়েকশত সরব উপস্থিতি ছিল।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর