মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার: গাজীপুরের কালীগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধণা সভা সফল করার লক্ষ্যে গাজীপুর জেলা বিএনপির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে উপজেলার পূর্বাচল ১৩নং সেক্টর নাগরী ইউনিয়ন বিএনপির কার্যালয়ে গাজীপুর জেলা বিএনপির আহবায়ক সাবেক সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন এর সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য সচিব ব্যারিষ্টর ইশরাক আহমেদ সিদ্দিকীর সঞ্চালনায় সভায় অন্যন্যের মাঝে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. মজিবুর রহমান, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য খালেকুজ্জামান (বাবলু), উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফরিদ আহমেদ মৃধা, কালীগঞ্জ পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মনির উদ্দিন পাঠান (মিঠু), নাগরী ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী আব্দুল রহিম সরকার, সাধারণ সম্পাদক হাজী জাহাঙ্গীর আলম পলাশ, নাগরী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি হান্নান সরকার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শাহাদাত হোসেন নাসিম, নাগরী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আরিফ হোসেনসহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা বিএনপির আহবায়ক একে, এম, ফজলুল হক মিলন বলেন, আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান বাংলাদেশ আসবেন,তিনি আগে বিমান বন্দর থেকে সংবর্ধনা নিয়ে অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদের মধ্যে বক্তব্য রাখবেন,এবং পরে তিনি মমতাময়ী মাকে দেখতে এভার কেয়ার হাসপাতালে গিয়ে অবস্থান করবেন।বাংলার মানুষ তাঁকে দেখতে এবং গ্রহণ করতে অধীর আগ্রহে রয়েছেন। তারেক রহমানকে যেই স্থানে সংবর্ধনা দেয়া হবে সেটা আমার সংসদীয় আসন এলাকার কাছাকাছি। আমাদের গাজীপুর জেলার প্রচুর লোক দলমত নির্বিশেষে সেখানে উপস্থিত হবেন।
তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হয় এমন কোন কর্মকান্ড করা যাবে না। শহীদ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ছাড়া কারো ছবি সংবলিত ব্যানার বানাবেন না। এখন থেকে এলাকার প্রতিটি মানুষের কাছে গিয়ে তারেক রহমানের ফেরার খবর পৌছিয়ে দিবেন। আমার এলাকার অসুস্হ লোক,শিশু আর বৃদ্ধলোক ছাড়া সবাই সেই ২৫ শে ডিসেম্বরের স্মরণকালের লোক সমাগমের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য প্রতিটি বাড়িতে গিয়ে অনুরোধ করবেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর