প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২২, ২০২৫, ৪:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২২, ২০২৪, ৩:০৯ এ.এম
কালীগঞ্জে ইসলামী দলগুলোর মতবিনিময় ও দোয়া মাহফিল

#মো.ইব্রাহিম খন্দকার কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে ইসলামী দলগুলোর মতবিনিময় শেষে ছাত্র জনতার আন্দোলনে নিহতদের মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ আগষ্ট) সকালে কালীগঞ্জ ইমাম পরিষদের উদ্যোগে পৌরসভার দড়িসোম বাইতুস সালাম জামে মসজিদে মতবিনিময় ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন কালীগঞ্জ ইমাম পরিষদের সভাপতি আলহাজ্ব মাওলানা ইসমাইল হোসেন মির্জা।
বাংলাদেশ খেলাফত মজলিস উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমীন গাজীপুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মাহমুদুল হাসান, সহ-সভাপতি মাওলানা আবু হানিফ ও সেক্রেটারী এডভোকেট তাজুল ইসলাম, প্রমূখ।
এ সময় অন্যান্যের মাঝে খেলাফত মজলিস গাজীপুর জেলার সাধারণ সম্পাদক প্রিন্সিপ্যাল গাজী রুহুল আমিন কাসেমী, ইসলামী আন্দোলন উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা আলী হোসেন, পৌর জামায়াতের আমীর মাওলানা আনোয়ার হোসেন সহ কালীগঞ্জ ইমাম পরিষদ ও হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর