# মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার, গাজীপুর....................................................................
গাজীপুরের কালীগঞ্জের নাগরী ইউনিয়ন এর সেনাপাড়া গ্রামে পরিবেশ বান্ধব কংক্রিটের হলোব্রিক্স ও বিভিন্ন ধরনের প্রাভিংস এবং কন্সট্রাকশনের যাবতীয় ৮ প্রকার সব মেটেরিয়ালস তৈরী করা হবে। বিদ্যুত বাদে সৌর বিদ্যুতায় থাকছে সম্পূর্ণ প্রকল্পে।
উদ্যোক্তা গোলাম কিবরিয়া বলেন, প্রকল্পটি খুব অল্প সময়ের দেশীয় মেশিনারারীজ এর মাধ্যমে চালুকরা হবে। এখানে এই এলাকার লোকজন কাজ করতে পারবে, বেকারত্ব দুর হবে, বর্তমানে বিভিন্ন ইটভাটার কারণে পরিবেশ দুষণ হয়ে মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। বিভিন্ন ফলজ গাছের ফসল উৎপাদন কমছে। ফলের আকার ছোট্ট হয়ে যাচ্ছে। বাতাস দুষিত এর কারণে মাছ উৎপাদন কমে যাচ্ছে। আগামী ৬ মাসের মধ্যে সারা দেশের ইটের ভাটাগুলো বন্ধ হয়ে যাবে। ইটের সংকট দেখা দিবে, মানুষ ইটের সংকটে বসত বাড়ি এবং আমাদের পাশেই রয়েছে র্পূবাচল শহর। বিভিন্ন এলাকায় প্রয়োজনীয় দালান,কোটা,রাস্তা, ঘাট তৈরী করার প্রয়োজন হবে উন্নতমানের ইটের।
প্রতিষ্ঠানের পরিচালক প্রতিনিধির একান্ত স্বাক্ষাতকারে বলেন, প্রতিষ্টানটি তৈরী থেকে বিভিন্ন ভাবে চাঁদাবাজি হয়েছে। এ বিষয়ে গোলাম কিবরিয়া বলেন , হোসেন নামে একজন এখানে এসে খুবেই বিরক্ত করত। সম্পতি আমার একজন ঠিকাদারকে চাঁদা না দেয়ার জন্য হামলা করে জখম করা হয়েছে। এ বিষয়ে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এবিষয়ে উলুখোলা
ফাঁড়ির উপপরিদর্শক মধুসূদন পান্ডে প্রতিনিধিকে জানান, আমি ঘটনাস্থল পরির্দশন করি, এবং স্হানীয়দের জিজ্ঞেস করলে ঘটনার সত্যতা পাওয়া যায় ।ঘটনার জড়িত ব্যক্তিদের কে দ্রুত আইনের আওতায় আনা হবে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর