নতুন বছর
................রচনাঃ মোঃ শেখ শহিদুল্লাহ্ আল আজাদ
এলো আবার নতুন বছর,
একটি বছর ঘুরে।
নতুন বছর নতুন মাস,
নতুন ভাবে সাঁজে।
এলো আবার মুসলমানের,
নিয়ে খুশির বারতা।
সকলে আবার নতুন করে,
সাজাবে নিজের পূর্নতা।
এলো আবার নতুন বছর,
একটি বছর পরে।
কেউ আবার রাখবে রোজা,
কেউ বা রবের ইবাদতে।
নতুন ভাবে চাইবে ক্ষমা,
সৃষ্টিকর্তার কাছে।
নতুন ইবাদতে কাটাবে রাত,
কেউ বা আবার আসবে ফিরে,
হতে প্রভুর মোহ্তাজ।
নতুন বছর নতুন করে,
রঙিন হোক জীবন সকল।
১০ই মহররম সবার মাঝে,
জীবন সাজাও মরার আগে।
পরিপূর্ণ মুমিন হয়ে,
জীবন সাজাও রঙিন ফুলে।
...............................০....................................
২.
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর