কোন্ কোন্ নেয়ামত অস্বীকার করিবে? ....
ড. মোঃ আমিনুল ইসলাম
ফাবি আই-ই আলা-ই রাব্বিকু মা তুকাজজিবান, সৃষ্টির মাঝে খোদার করুণা, খোঁজো তার প্রমাণ। আকাশের ঐ চাঁদ-তারা আর সূর্য ওঠে ভোরে, কার হুকুমে রাত্রি শেষে দিনের আলো ঝরে?
মহাকালের আবর্তন আর দিনের-রাতের খেলা, নিখুঁত ছন্দে চলছে বিশ্ব, নেই তাতে অবহেলা। সবুজ বৃক্ষ, রঙিন ফুল আর শীতল নদীর জল, ক্ষুধার সময় খাদ্য এলো, তৃষ্ণায় সুপেয় ফল।
যে দেহের মাঝে প্রাণ দিয়েছো, দিয়েছো সুস্থতা, দু'হাত ভরে কত দিয়েছো, কে করিবে বারতা? যদি একটি অঙ্গ নাহি চলিত, ব্যথা পেলে প্রাণে, তবে কি আর আরাম পেতে এই দুনিয়াতে?
চিন্তা করো, দৃষ্টি ফিরিয়ে দ্যাখো নিজের দিকে, কত সুখে ভাসিয়ে দিয়েছো, রেখেছো কোন্ ফাঁকে। পিতা-মাতার স্নেহ-আশ্রয় আর আপনজনের টান, ভ্রাতা-ভগ্নীর মধুর বন্ধন, এও তো তাঁর দান।
শান্তির নীড় দিয়েছো মোদের, মাথায় দিয়েছো ছাদ, ঝড়-তুফানে রক্ষা করেছো, মিটেছে যত সাধ। চিন্তা করার শক্তি দিয়েছো, দিয়েছো বিবেক-জ্ঞান, ভালো-মন্দ বোঝার ক্ষমতা, সত্যের সন্ধান।
কথা বলার ভাষা দিয়েছো, মনের ভাব প্রকাশের, শ্রবণশক্তি দিয়েছো মোদের, আওয়াজ শোনার তরে। বৃষ্টি ঝরে, ভূমি ভিজে, ফসল ফলে মাঠে, মৌসুম ঘুরে ফিরে আসে, প্রকৃতির ঐ হাঁটে।
মাটির নিচে সঞ্চিত ধন, বাতাস বহমান, জীবনের সব প্রয়োজন মেটে, এ কেমন বিধান! রোগ থেকে মুক্তি দিয়েছো, দিয়েছো ধৈর্য্য-বল, বিপদ এলে রক্ষা করেছো, চোখে দেখাও জল।
ঈমান এবং হেদায়েত দিয়েছো, আলো দেখাও পথে, ভুল করলে ক্ষমা করে দাও, ধরে রাখো সাথে। নিয়ম করে চলিছে বিশ্ব, নিখুঁত তার বিধান, অতএব, তোমরা তোমাদের পালনকর্তার কোন্ কোন্ নেয়ামতকে অস্বীকার করবে?
ঈমান এবং হেদায়েত দিয়েছো, আলো দেখাও পথে, ভুল করলে ক্ষমা করে দাও, ধরে রাখো সাথে। নিয়ম করে চলিছে বিশ্ব, নিখুঁত তার বিধান, অতএব, তোমরা তোমাদের পালনকর্তার কোন্ কোন্ নেয়ামতকে অস্বীকার করবে?#
............................................................০............................................................
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর