ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে কনসার্ট চলাকালে দেশীয় অস্ত্রসহ এক যুবককে আটক করেছে যৌথবাহিনী। মঙ্গলবার (০৫ আগস্ট) রাতে জেলা প্রশাসক আয়োজিত বিজয় উদযাপন ও কনসার্ট চলাকালে ঠাকুরগাঁও সরকারী বালক উচ্চ বিদ্যালয় বড়মাঠে থেকে তাকে আটক করা হয়। আটকের পর ওই যুবককে থানায় নিয়ে যাওয়া হয়।
পুলিশ জানায়, কনসার্ট চলাকালে আটককৃত যুবক জনি সামনে গিয়ে নাচানাচি করছিল। এসময় এক শিক্ষার্থী তাকে বাধা দেয়। তাতে বাধে বাগবিতণ্ডা। এক পর্যায়ে তার সঙ্গে থাকা দেশীয় অস্ত্র (ধারালো চাকু) বের করে আঘাত করতে চাইলে উপস্থিত লোকজন তাকে আটক করে। পরে সেনাবাহিনী ও ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকায় তাদের হাতে জনিকে তুলে দেয়। পরে ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় পুলিশ সদস্যরা চাকুসহ তাকে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ারে আলম খান জানান, আটককৃত যুবক জেলা শহরের ফকিরপাড়া এলাকার মজিবুর রহমানের ছেলে। সে কিছুটা মানসিক ভারসাম্যহীন। যেহেতু ম্যাজিস্ট্রেট বিষয়টি অবগত। আটককৃত যুবককে থানায় রাখা হয়েছে। ম্যাজিস্ট্রেটের নির্দেশে পরবর্তী সিন্ধান্ত নেওয়া হবে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর