লিয়াকত আলী: আগামী ১২ ফেব্রুয়ারি সারা দেশের মতো রাজশাহী–৩ (পবা-মোহনপুর) আসনেও জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পবা-মোহনপুর আসনের প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন।
শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত তিনি নওহাটা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেন। এ সময় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা তার সঙ্গে অংশ নেন। গণসংযোগকালে অ্যাডভোকেট মিলন বলেন, “নির্বাচনী ট্রেন এখন চলমান। এই ট্রেন আল্লাহ ছাড়া কেউ থামাতে পারবে না।” তিনি দাবি করেন, পবা-মোহনপুরের সব শ্রেণি-পেশার মানুষ ধানের শীষের পক্ষে কাজ করছেন এবং তারা এখন ঐক্যবদ্ধ।

তিনি অভিযোগ করে বলেন, “একটি দল জনগণের সঙ্গে নির্বাচন নিয়ে খেলা করছে। প্রশাসনের ভেতরেও কিছু আওয়ামী মনোভাবাপন্ন সদস্য ও কর্মকর্তা নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র করছেন বলে আমরা জানতে পারছি। এবার নির্বাচন নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র বা টালবাহানা হলে জনগণ তা মেনে নেবে না।” বিএনপির নেতাকর্মীদের স্লোগানের প্রসঙ্গে তিনি বলেন, আগে বলা হতো “বেগম জিয়ার সালাম নিন, ধানের শীষে ভোট দিন”, আর এখন বলা হচ্ছে “তারেক রহমানের সালাম নিন, ধানের শীষে ভোট দিন”।
তিনি বলেন, “একদিকে যেমন দুঃখ আছে, অন্যদিকে তেমনি আনন্দও আছে।” ধর্মীয় বিষয়কে নির্বাচনের সঙ্গে যুক্ত করার সমালোচনা করে মিলন বলেন, “কিছু দল নির্বাচন নিয়ে খেলা করেই ক্ষান্ত হয়নি, তারা মানুষের মধ্যে বেহেশতের টিকিট বিক্রি করছে। মানুষের ঈমান-আমান নিয়ে ছিনিমিনি খেলা থেকে বিরত থাকা উচিত।”
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা সঠিকভাবে বাস্তবায়িত হলে বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্রে পরিণত হবে। বিএনপি ক্ষমতায় গেলে নারী উন্নয়ন ও ক্ষমতায়নে বিশেষ ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন তিনি। নারীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ এবং কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’ চালুর প্রতিশ্রুতিও দেন। এছাড়া প্রাথমিক স্তর থেকে খেলাধুলা বাধ্যতামূলক করার কথা বলেন।

স্থানীয় উন্নয়ন প্রসঙ্গে তিনি জানান, নওহাটা পৌরসভার রাস্তাঘাট, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন করা হবে। ধর্মীয় প্রতিষ্ঠানের ইমাম, পুরোহিত ও সংশ্লিষ্ট দায়িত্বশীলদের জন্য সম্মানজনক ভাতা প্রদানের কথাও উল্লেখ করেন। বেকারত্ব দূর করতে শিল্পকারখানা স্থাপন এবং কর্মমুখী শিক্ষার ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। গণসংযোগের সময় বিভিন্ন ওয়ার্ডে তাকে দেখতে ও বক্তব্য শুনতে নারী-পুরুষের ভিড় দেখা যায়। অনেক প্রবীণ ব্যক্তি তাকে দোয়া করেন এবং সমর্থনের আশ্বাস দেন।
স্থানীয়রা অভিযোগ করেন, তাদের এলাকার রাস্তাগুলোর অবস্থা খুবই খারাপ। তারা দাবি করেন, বিএনপি আমলে নির্মিত অনেক রাস্তা পরবর্তীতে সংস্কারের নামে অবহেলা ও দুর্নীতির শিকার হয়েছে, ফলে তারা দুর্ভোগে আছেন। এ বিষয়ে মিলন নির্বাচিত হলে দ্রুত সমাধানের আশ্বাস দেন। গণসংযোগকালে উপস্থিত ছিলেন নওহাটা পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র শেখ মকবুল হোসেন, পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাকিবুল ইসলাম পিটার, সাবেক সাধারণ সম্পাদক মামুনুর সরকার জেড, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সুজন মোল্লা, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হাফিজুর রহমান হাফিজ, নওহাটা পৌর ছাত্রদলের সদস্য সচিব সোহেল রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর