মোঃ ইকরামুল হক রাজিব, বিশেষ প্রতিনিধি: ১১ অক্টোবর বাগেরহাটের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংবাদ সংগ্রহের সময় পাঁচ সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ অক্টোবর ২০২৫) সকালে কচুয়া উপজেলা গেট সংলগ্ন প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধনের আয়োজন করে কচুয়া প্রেসক্লাব ও কচুয়ায় কর্মরত সকল সাংবাদিকবৃন্দ।
এ সময়ে মানববন্ধনে বক্তব্য দেন সাংবাদিক এস এস শোহান,সাংবাদিক শহিদুল ইসলাম খোকন, সাংবাদিক তুহিন খান,সাংবাদিক উজ্জ্বল কুমার দাস, সাংবাদিক সূর্য চক্রবর্তী, সাংবাদিক শিকদার সাইদুল ইসলাম, সাংবাদিক আবু তালেব সহ অনেকে।
মানববন্ধনে বক্তারা হামলাকারী চিহ্নিত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, সাংবাদিকদের ওপর এ ধরনের ন্যক্কারজনক হামলা মুক্ত গণমাধ্যমের ওপর সরাসরি আঘাত। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে সাংবাদিক সমাজ আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।
বক্তারা পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এবং ভবিষ্যতে এমন ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।#