বার্লিন থেকে তাস এ খবর জানায়।
তিনি টেলিগ্রামে লিখেছেন, ‘ওমানে আজকের বৈঠকের ফলাফল সম্পর্কে ইরানি ও আমেরিকান উভয়ই আলোচনাকে ইতিবাচক ও গঠনমূলক বলে বর্ণনা করেছেন। এতে ভরসা করা যায়।’
শনিবার, ইরানের পরমাণু কর্মসূচির আশেপাশের পরিস্থিতি সমাধানের লক্ষ্যে ওমানের পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে ইরানি ও মার্কিন আলোচকদের মধ্যে পরোক্ষ আলোচনার আয়োজন করেছে ওমান। আলোচনায় ইরানি প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করেছেন বিশেষ দূত স্টিভ উইটকফ।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকটি গঠনমূলক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ১৯ এপ্রিল ওমানে পুনরায় আলোচনা হবে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর