মোহাঃ আশরাফুল ইসলাম খুলনা সদর প্রতিনিধি: মহান আল্লাহ রাব্বুল আল আমীনের কাছে পানাহ চেয়ে বুক ফাটা কান্না আর আহাজারী নিয়ে আমীন ধ্বনিতে আখেরী মুনাজাতের মাধ্যমে ঐতিহাসিক চরমোনাই অগ্রহায়নের তিন দিন ব্যাপী বার্ষিক মাহফিলের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটল শনিবার সকালে আখেরী মোনাজাতের মাধ্যমে।
গত বুধবার বাদ জোহর আমীরুল মুজাহিদীন আলহাজ্ব হযরত মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর ছাহেব চরমোনাই'র উদ্বোধনী বয়ানের মাধ্যমে এ মাহফিলেরঅঅনুষ্ঠানিক সূচনা হয়। শনিবার সকাল সাড়ে ৮টায় পীর ছাহেবের সমাপনী বক্তব্যের পরে আখেরী মুনাজাতের মাধ্যমে সমাপ্ত আধ্যাত্মিক এ মিলনমেলায় লক্ষ লক্ষ মুসুল্লী অংশ নেন। এবারের মাহফিলে ৪ জন অমুসলিম পীর ছাহেব চরমোনাই ও শায়খে চরমোনাইর হাতে ইসলাম ধর্ম গ্রহণ করে বায়াত হন।
আখেরী মুনাজাতে পীর ছাহেব চরমোনাই সমবেত মুসুল্লীয়ীনদের নিয়ে ফিলিস্তিন, ভারত, কাশ্মীর, মিয়ানমার, সিরিয়া সহ বিশ্বের নির্যাতিত মুসলমানদের নিরাপত্তা ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি কামনা করেন।
সমাপনী অধিবেশনের বয়ানে পীর ছাহেব চরমোনাই বলেন, মানুষ আজ আল্লাহকে ভুলে অহরহ নাফরমানি করছে । অথচ একজন মানুষ কবরে গিয়ে মাফ না পাওয়া পর্যন্ত নিজেকে নিকৃষ্ট মনে করতে হবে। সুতরাং তাক্বওয়া বা আল্লাহর ভয় অর্জনের মাধ্যমে মহান রবের সন্তুষ্টি নিয়ে কবরে যাবার প্রস্তুতি গ্রহনেরও আহবান জানান পীর ছাহেব চরমোনাই।
পীর ছাহেব চরমোনাই বলেন, আল্লাহর ভয় যার অন্তরে নেই, ঐ মানুষ এমনকি আলেম, মুফতী ও পীরেরও কোন মূল্য নেই। তিনি সব আমিত্ব পরিহার করে নিজেকে ছোট মনে করার তাগিদ দিয়ে আমিত্ব ভাব ও তাকাব্বুরী পরিত্যাগ করারও পরামর্শ দেন। পীর ছাহেব চরমোনাই হিংসা বিদ্বেষ পরিত্যাগ করে সকাল-সন্ধ্যা জিকিরের মাধ্যমে ক্বলব পরিশুদ্ধ করা সহ গীবতের মত গুনাহ থেকে বেচে থাকারও পরামর্শ দিয়ে নিজ নিজ পরিবারের সবাইকে দ্বীন শিক্ষা দিয়ে দ্বীনের পাবন্দি করতেও নসিহত করেন। পীর ছাহেব চরমোনাই পরিবারে খাছ পর্দা জারি করার পাশাপাশি সব ধরনের নেশা থেকে বেঁচে থাকারও পরামর্শ দিয়ে আল্লাহওয়ালাদের কিতাব পড়ার তাগিদ দেন। সাপ্তাহিক হালকায়ে জিকির ও তালীমে নিয়মিত অংশ নেওয়া সহ ছহীহ ও শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত করার ওপরও গুরুত্বারোপ করেন।
সমাপনী অধিবেশনের বয়ানে পীর ছাহেব চরমোনাই মাহফিল বাস্তবায়নে সম্পৃক্ত সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপনের পাশাপাশি আখেরী মুনাজাতে অংশ নেয়া প্রশাসনিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ সম্মানিত ওলামায়ে কেরাম এবং গণমাধ্যম কর্মী ও সর্বস্তরের মসুল্লীয়ানদের মোবারকবাদ জানান। আখেরী বয়ানের পর পীর ছাহেব চরমোনাই বিভিন্ন লিখিত প্রশ্নের উত্তর দেন। এসময় তিনি মুরিদানদের সঠিক পথে পরিচালিত হবার বিভিন্ন পরামর্শ প্রদানের পাশাপাশি তাওবা করিয়ে গুনাহ থেকে বেঁচে থাকার শপথ করান। এবার চরমোনাই মাহফিলে অস্থায়ী হাসপাতালে এবারের মাহফিলে দুই সহস্রাধিক মুসল্লীর চিকিৎসা দেয়া হয়েছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর