প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৯, ২০২৬, ৬:০২ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৯, ২০২৬, ৯:১৮ এ.এম
ঐক্যের মাধ্যমে হাতপাখার বিজয়ের আহ্বান রফিকুল ইসলামের

মোঃ ফিরোজ আহমেদ, বিশেষ প্রতিনিধি: নওগাঁ-৬ (আত্রাই–রাণীনগর) আসনে বাংলাদেশ ইসলামি আন্দোলন মনোনীত এমপি পদপ্রার্থী মো.রফিকুল ইসলাম হাতপাখার বিজয় নিশ্চিত করতে ব্যাপক গণসংযোগ ও সাংগঠনিক তৎপরতা চালিয়ে যাচ্ছেন। নির্বাচনী মাঠে আলেম ওলামা নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে বাড়ছে উৎসাহ-উদ্দীপনা।
গণসংযোগকালে তিনি বলেন,বাংলাদেশ ইসলামি আন্দোলন হাতপাখা মার্কার জয় মানেই গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠা। দীর্ঘদিন ধরে আত্রাই-রাণীনগরের মানুষ বঞ্চিত ছিল,সেই অধিকার ফিরিয়ে আনতেই সকল আলেম ওলামাদের কে ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি আরও বলেন, এই অঞ্চলের মানুষ বরাবরই বাংলাদেশ ইসলামি আন্দোলন এর শক্তির পক্ষে রয়েছে। কোনো ভয়ভীতি বা ষড়যন্ত্রে জনগণের ভোটের জোয়ার থামানো যাবে না। ব্যালটের মাধ্যমেই সকল অন্যায়ের জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি ব্যক্তিগত ভেদাভেদ ভুলে গিয়ে হাতপাখার পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং প্রতিটি ভোটকেন্দ্রে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দেন তিনি।
সাধারণ ভোটারদের উদ্দেশ্যে মাওলানা রফিকুল ইসলাম বলেন,উন্নয়নের সুষম বণ্টন ও এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় হাতপাখায় ভোট দিয়ে সকলের সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান জানান।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর