# শাহিন হাওলাদার , বরিশাল প্রতিনিধি......................................................
বরিশালের বাকেরগঞ্জে ২০২৩-২০২৪ অর্থবছরে সরকারি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১ আগস্ট) উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধান অতিথি সংসদ সদস্য বেগম নাসরিন জাহান রতনা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ এস এম মাকসুদুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক মানিক হাওলাদার, বাকেরগঞ্জ রিপোর্টার ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন, ওসি (তদন্ত) মোঃ মোস্তফা প্রমূখ।
দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় বাকেরগঞ্জ থানা পুকুরে বিভিন্ন প্রজাতির পোনামাছ অবমুক্ত করে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর