সবুজনগর অনলাইন ডেস্ক:
গলায় একরাশ আনন্দ শতরূপার। বললেন, ‘অত্যন্ত খুশির খবর। প্রত্যেকটা মানুষেরই উচিত সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা নেওয়া। সব বাবা-মায়ের মতো আমি এমনটাই চাইতাম। সন্তান নিজের জীবনসঙ্গী বেঁচে নিক, সুখী হোক, পরিবার বড় হোক। সবটাই তো জীবনে প্রয়োজন। মা হিসেবে তো আমি সবসময়ই চাইছিলাম একটা সুন্দর কিছু হোক।
অন্যদিকে, বড় মেয়ে চিত্রাঙ্গদার জন্যও গর্বিত তিনি। শ্বশুর বাড়ির সকলেই তার বড় মেয়ের প্রশংসায় পঞ্চমুখ। শতরূপা বলেন, ‘মা হিসেবে এর থেকে বড় গর্বের জায়গা আর কী হতে পারে? মানুষের ভালোবাসা পাওয়া মানে বড় প্রাপ্তি। এটা কিন্তু কেউ এমনি এমনি পায় না। ওর সবাইকে নিয়ে চলার মতো মানসিকতাও রয়েছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর