মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার,গাজীপুর: গাজীপুর কালীগঞ্জেসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার ২১ নভেম্বর সকাল ১০ টা ৩৯ মিনিটের ১০ সেকেন্ডের ভূমিকম্পে সারা বাংলাদেশ ভূমিকম্প অনুভূত হয়। নরসিংদী জেলার ডাঙ্গা ইউনিয়নের চরকা ফ্যাক্টরীর পার্শ্বে এই শক্তিশালী ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। কেবল মাত্র কোনো বড় ধরনের ক্ষতির পরিমাণ ও হতাহত সম্পর্কে কোনো তথ্য এখনো জানা যায়নি। খঞ্জনা বাইতুর মামুর জামে মসজিদের গম্বুজে ফাটল ধরে, কালীগঞ্জের বাসট্যান্ডের উত্তর দিকে মোহাম্মদ আলী বাগমারের পরিত্যক্ত একটি মাটির ঘরে ফাটল ধরে, অপর দিকে কালীগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ডের উত্তরগাঁও গ্রামের প্রায় ১০ টি বাড়িতে ফাটল ধরেছে, উচ্চমাত্রার ভূমিকম্পে সকল মানুষ ভয়ে আতঙ্কে আছে সাধারণ পেশাজীবী মানুষ।
কালীগঞ্জের গণম্যাধম কর্মী মো. শাহনেওয়াজ আমাদের প্রতিনিধিকে জানিয়েছেন, জীবনে অনেক ভূমিকম্প সৃষ্টি হয়েছে, কিন্তু আজকের মতো দীর্ঘ স্থায়ী ভূমিকম্প সৃষ্টি হতে আমার জীবনে দেখি নাই, আল্লাহ সকলকে হেফাজতে রাখুন। তথ্য অনুযায়ী ইউএসজিএসের ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৭ আর গাজীপুর কালীগঞ্জে বিভিন্নএলাকায় ভূমিকম্প অনুভূত সৃষ্টি হয়।

এ দিকে ভূমিকম্পের সময় গাজীপুর কালীগঞ্জে ও ঢাকার বিভিন্ন এলাকায় অনেকেই আতঙ্কে ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসেন। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। গাজীপুর কালীগঞ্জে বিদ্যুৎ কর্মী মো. সুমন আমাদের প্রতিনিধিকে জানান ভয়ে আতঙ্কে ঘর থেকে বেরিয়ে আসি এরপর পরিবার নিয়ে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে থাকি। আমাদের এলাকার জনগণ আতংকে ছিল।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর