স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী,পাবনা ঃ সাঁড়া ইউনিয়ন বিএনপির একাংশের সাবেক সভাপতি হাসিবুর রহমান হাক্কে মন্ডল ও তার সন্ত্রাসী ছেলে কনক মন্ডলের মিথ্যাচার ও বিচারের দাবিতে আরামবাড়িয়ায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে আরামবাড়িয়া বাজারস্থ বিএনপি অফিসে ভুক্তভোগী যুবদলনেতা মনোয়ারুল ইসলাম হিটলারের পরিবারে পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্ম্মেলনে লিখিত বক্তব্য দেন,হিটলারের ছোটভাই ইঞ্জিয়ার আব্দুল্লাহ আল মামুন।
তিনি সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন,গত ১০ সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ তারিখে সাঁড়া ইউনিয়ন বিএনপির কথিত সভাপতি হাসিবুর রহমান হাজে মন্ডল কর্তৃক আয়োজিত সংবাদ সম্মেলনের নামে সাঁড়া ইউনিয়ন যুবদল নেতা সোহান পারভেজ বিপু, আবির হাসান মামুন, আনারুল ইসলাম, শিহাব হাসান ও শিমুলের এর বিরুদ্ধে যে মিথ্যাচার করা হয়েছে আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
হাসিবুর রহমান হাক্কে মন্ডল নিজেকে সাঁড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে পরিচয় দেন। কিন্তু তিনি সাঁড়া ইউনিয়ন বিএনপির সভাপতি নয়। অনেক আগেই সাঁড়া ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে। গত ৯/৯/২৫ তারিখে হাক্কে মন্ডলের বাড়িতে হামলা ও গুলি বর্ষণের যে ঘটনা কথিত সংবাদ সম্মেলনে উলেখ করা হয়েছে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, কাল্পনিক ও উদ্দেশ্যে প্রনোদিত।
প্রকৃত ঘটনা হলো গত ৯/৯/২৫ তারিখে সাঁড়া ইউনিয়ন যুবদল নেতা মনোয়ারুল ইসলাম হিটলারকে হত্যার উদ্দেশ্যে "কনক মন্ডল ও তাঁর বাহিনী" জোরপূর্বক ধরে নিয়ে গিয়ে এলোপাথারী মারপিট করে গুরুতর আহত করে। সে সময় লোকমুখে জানতে পারি হাক্কে মন্ডল ও তার সন্ত্রাসী ছেলে কনক মন্ডল এবং তার সন্ত্রাসী বাহিনী আমার বড় ভাই মনোয়ারুল ইসলাম হিটলারকে জোরপূর্বক তার বাড়ির পেছনে ধরে নিয়ে যায়।ঠিক একইভাবে, গত ২০১৩ সালের ২৬ আগষ্ট যুবদল কর্মী আব্দুল বারীকে হাক্কে মন্ডল এর নির্দেশে তার নিজ বাড়ির সামনে ধরেনিয়ে গিয়ে তার সন্ত্রাসী ছেলে কনক মন্ডল ও তার বাহিনী প্রকাশ্যে দিনের বেলায় মাথায় গুলি করে ও কুপিয়ে হত্যা করে।
তিনি আরও বলেন, আমার ভাই হিটলারকে উদ্ধারের উদ্দেশ্যে আমার পরিবার ও বংশের লোকজন হাক্কে মন্ডলের বাড়ির দিকে এগিয়ে গেলে তাদের উপর হামলা ও কয়েক রাউন্ড গুলি বর্ষণ করে কনক মন্ডল ও তাঁর বাহিনীর সদস্যরা। পূর্বের ন্যায় এই ঘটনাটিও ভিন্নখাতে প্রবাহিত করার জন্য আমার ভাই মনোয়ারুল ইসলাম হিটলার, সাঁড়া ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবির হাসান মামুন, যুবদল নেতা সোহান পারভেজ বিপু, শিহাব হাসান ও শিমুল এর নামে উল্টো মাদক ব্যবস ও হামলার মিথ্যা অভিযোগ করা হয়।
এছাড়াও পতিত স্বৈরাচার আওয়ামীলীগের সময় গত ১৫/০৩/২০২৩ খ্রিঃ তারিখে যুবদল নেতা আবির হাসান মামুনকে অস্ত্র, গুলি, ইয়াবা ও ফেন্সিডিলসহ আটকের যে মিথ্যা কল্প কাহিনী উল্লেখ করা হয়েছে তা ছিল সব সাজানো নাটক। সে সময় আওয়আওয়ামীলীগ নেতা উপজেলা চেয়ারম্যান রানা সরদারের চক্রান্তে মামুনের বাড়ির পার্শ্বে থেকে ওই জিনিসপত্র উদ্ধার দেখিয়ে মামুনকে গ্রেফতার করানো হয়। চক্রান্তের অংশ হিসেবেই একের পর এক সাঁড়া ইউনিয়ন যুবদল নেতা সোহান পারভেজ বিপু'র বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার ও মিথ্যাচার করা হচ্ছে।
আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে হাক্কে মন্ডল ও তার সন্ত্রাসী ছেলে কনক মন্ডল বাহিনীর ষড়যন্ত্র ও মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তিনি আরও উল্লেখ করে বলেন, এসব ঘটনার প্রেক্ষিতে গত ০৯.০৯.২০২৫ ইং তারিখে মোঃ হেকমত উলাহ কনক মন্ডল , মোঃ ইকবাল প্রাং ,মোঃ জয় প্রাং ,মোঃ হাসিবুর রহমান হাকক্ক মন্ডল মোঃ প্রিন্স মাহমুদ , মোঃ সারিন থানদার ,মোঃ আজরুলসহ ১৪ জনকে আসামি করে ঈশ্বরদী থানায় একটি মামলা দায়ের করেছি।
সম্মেলনে আরও বক্তব্য দেন,বিএনপি নেতা আক্কাস আলী,ফিরোজ ইফতেখার পাপ্পা,শহিদুল ইসলাম,ইদ্রিস আলী,ফিরোজ আলম,রওশন আলম পাপ্পু,নাবিক মন্ডলসহ বিভিন্ন পর্যায়ের ভুক্তভোগীরা।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর