স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী,পাবনা ঃ লোকোসেড-কদম চিলান সড়কের ঈশ্বরদী পৌর এলাকার বেনারশী পল্লীর নিকটস্থ ধানক্ষেত থেকে সিরাজুল ইসলামের (৪০) লাশ উদ্ধার করা হয়েছে। সে ঈশ্বরদী পৌর এলাকার ফতেমোহাম্মদপুর প্রামাণিক পাড়ার মৃত কেটি আহমেদের ছেলে।পথচারিদের দেওয়া তথ্যের ভিত্তিতে রবিবার সকাল আটটায় তার লাশ উদ্ধার করে থানা পুলিশ।
নিহতের বোন রাশেদা বেগম জানান, শনিবার প্রায় রাত ১০টার দিকে রাতের খাওয়া শেষে সিরাজুল ঘুমাতে যান। এরপর থেকে আর তার খোঁজ পাওয়া যায়নি। সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে জানতে পারি বাড়ি থেকে মাত্র আধা কিলোমিটার দূরের ধানক্ষেতে তার মৃতদেহ পড়ে রয়েছে। লাশের পাশেই একটি ব্যাগভর্তি কাঁচা কলা ও স্যান্ডেল পড়ে থাকতে দেখা যায়।
এ বিষয়ে ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ আফজাল হোসেন জানান, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তিনি নির্দিষ্ট কোনো পেশার সঙ্গে যুক্ত ছিলেন না, ভবঘুরে প্রকৃতির মানুষ ছিলেন। প্রায় ১২ বছর আগে তার স্ত্রী মারা যান। তার ১৫ বছর বয়সী প্রতিবন্ধী একটি ছেলে রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোক করে মারা যেতে পারেন।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আ স ম আব্দুন নুর জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটন করা যাবে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর