ক্যাপশন : প্রধান অতিথি মোস্তফা আহমেদ পিয়াস বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
স্টাফ রিপোর্টার,ঈশ^রদী : বণার্ঢ্য আয়োজনে স্বনামধন্য প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান দাশুড়িয়া প্রি-ক্যাডেট স্কুলের মেধাবী সংবর্ধনা ও ফ্যামিলি স্পোর্টস ডে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দিনব্যাপি দাশুড়িয়া এম এম উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডি ক্রিয়েশনের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক মোস্তফা আহমেদ পিয়াস। প্রতিষ্ঠানের পরিচালক গোপাল অধিকারীর সভাপতিত্বে দিনব্যাপী শিক্ষার্থী, প্রাক্তণ শিক্ষার্থী, অভিভাবক-অভিভাবিকাসহ অতিথিদের নিয়ে বিভিন্ন খেলার মাধ্যমে ফ্যামিলি ডে মিলন মেলায় পরিণত হয়।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রিয় সাংগঠনিক সচিব তৌহিদ আক্তার পান্না,ঈশ্বরদী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মান্নান টিপু, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম রাজা,সম্পাদক এস এম ফজলুর রহমান, উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশন সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, মোল্লা এন্টার প্রাইজের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সুরুজ মোল্লা, দাশুড়িয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম, সাংবাদিক ওহেদুজ্জামান টিপু প্রমূখ।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ সুবর্ণা অধিকারী’র সার্বিক পরিচালনায় সকল শিক্ষক-শিক্ষিকার সমন্বয়ে সারাদিন ব্যাপি ৫ টি গ্রুপের সর্বমোট ২৬টি খেলা অনুষ্ঠিত হয়। পরে ২০২৪ সালে বৃত্তিপ্রাপ্ত ৫৩ মেধাবী ও ২১ জন শ্রেণির কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও খেলায় বিজয়ী শিক্ষার্থীদের পুরষ্কার দেওয়া হয়। শেষে ফ্যামিলি ডে উদযাপন উপলক্ষে র্যাফেল ড্র’র পুরষ্কার তুলে দেওয়া হয়। এর আগে সকাল ৯ টায় স্পোটর্স ডে’ র উদ্বোধন করেন সমাজসেবক ও রাজনীতিবিদ আব্দুস সামাদ সুলভ মালিথা। এসময় সাংবাদিক, অভিভাবকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর