নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদী,পাবনা : সোমবার দুপুরে ঈশ্বরদী পৌর এলাকার অরনকোলা হারুখালী ধানের ক্ষেত থেকে মেহেদী হাসান (২৬) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে ঈশ্বরদী থানা পুলিশ। নিহত মেহেদী হাসান অরনকোলা হাটপাড়া এলাকার আবু বক্করের ছেলে। ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার রাত থেকে মেহেদী হাসান আকর্স্মিকভাবে নিখোঁজ ছিলো। পরিবারের সদস্যরা রাতভর সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে সোমবার দুপুরে স্থানীয়রা বাড়ির অদূরে হারুখালী মাঠের ধানক্ষেতে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।
সংবাদ পেয়ে ঈশ্বরদী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। পরে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশটি পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুজ্জামান জানান, নিহত মেহেদী হাসানের বিরুদ্ধে থানায় তিনটি মাদক মামলা রয়েছে এবং তিনি ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। প্রাথমিকভাবে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে, তা উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানাতে পারবে বলে জানিয়েছে থানাপুলিশ।এ দিকে মেহেদী হাসানের মর্মান্তিক এই মৃত্যুর ঘটনায় এলাকায় মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি আইনশৃংখলার অবনতি নিয়েও মানুষ উদ্বিগ্ন হয়ে পড়েছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর