স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী.পাবনা: ঈশ্বরদীতে নেসকোর প্রি-পেইড মিটার প্রতিস্থাপনের বিরুদ্ধে চলমান আন্দোলনকে কেন্দ্র করে ২০১ জনের নামে নেসকো'র নির্বাহী প্রকৌশলীর মামলা দায়েরের ঘটনার প্রতিবাদে এবং মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বিক্ষুব্ধ জনতা। এসময় মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য নেসকোকে ৩ দিনের আল্টিমেটাম দেওয়া হয়েছে। রবিবার বেলা ১২ টায় ঈশ্বরদী পৌর শহরের স্টেশন রোডের এক নম্বর গেট এলাকায় আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে বক্তারা এ আল্টিমেটাম দেন।
গত ২৯ অক্টোবর ঈশ্বরদীর বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে প্রিপেইড মিটার প্রতিস্থাপন কার্যক্রম বাতিলের দাবিতে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো’র) নির্বাহী প্রকৌশলীর ভবন ঘেরাও করে ঈশ্বরদীর সাধারণ মানুষ। সাধারণ মানুষের তোপের মুখে এসময় নির্বাহী প্রকৌশলী প্রিপেইড মিটার না বসানোর প্রতিশ্রুতিতে লিখিত দেন। এ ঘটনার পর ওইদিনই নির্বাহী প্রকৌশলী আব্দুন নূর আন্দোলনের মূখ্য সংগঠক আ.ফ.ম রাজিবুল ইসলাম ইভানকে প্রধান আসামী করে ২০১ জনের নামে থানায় মামলা দায়ের করেন। আন্দোলনকারীরা এই মামলাটি মিথ্যা বলে দাবি করেছেন।
আজকের সমাবেশে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, নেসকোর চাপিয়ে দেওয়া প্রি-পেইড মিটার ঈশ্বরদীবাসী চাইনা। তবুও তারা জোর করে ভয়ভীতি দেখিয়ে এ মিটার প্রতিস্থাপন করছে। তারই বিরুদ্ধে জনগন নেসকো ঘেরাও করলে উল্টো এ আন্দোলন দমিয়ে দিতে মিথ্যা মামলা করেছে নেসকোর নির্বাহী প্রকৌশলী। শুধু তাই নয় আওয়ামিলীগের লোকজন নিয়ে আন্দোলন কারীদের উদ্দেশ্য করে উত্তরবঙ্গ অচল করার হুমকিও দিয়েছে। আগামী ৩ দিনের মধ্যে ২০১ জনের নামে দায়ের করা মামলা প্রত্যাহার, প্রিপেইড মিটার সিদ্ধান্ত বাতিল ও নির্বাহী প্রকৌশলী আব্দুন নূরকে প্রত্যাহার করে নিতে হবে। তা নাহলে ঈশ্বরদীবাসীকে সঙ্গে নিয়ে বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে।
এসময় বক্তব্য রাখেন মাহাবুবুর রহমান ,কলাম লেখক সরোয়ারুজ্জামান মনা বিশ্বাস, সাবেক সভাপতি এসএম রাজা, হাসানুজ্জামান, মাহাবুবুল হক দুদু, ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক ভিপি রেজাউল করিম শাহীন, ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সহ-সভাপতি আনোয়ার হোসেন জনি, বিএনপি নেতা আমিনুল ইসলাম স্বপন, বিএনপি নেতা আতাউর রহমান পাতা প্রমূখ।
এব্যাপারে ঈশ্বরদী নেসকোর নির্বাহী প্রকৌশলী মো. আব্দুন নূরের মুঠোফোনে বলেন, প্রি-পেইড প্রকল্পের বিষয়ে শুধু আমি একা জড়িত না। এতে আমি লিখিত ঘোষণা দিলেই কি আর না দিলেই কি। আলাদা করে এসব ব্যাপারে আমার কোন মন্তব্য নেই।
উল্লেখ্য, ঈশ্বরদী নেসকোর প্রি-পেইড মিটার প্রতিস্থপনের বিরুদ্ধে বৃহৎ আন্দোলন ও ঘেরাও কর্মসূচির চাপে পড়ে নির্বাহী প্রকৌশলী মো. আব্দুন নূর এ কার্যক্রম বাতিল ঘোষণা করে গত ২৯ অক্টোবর লিখিত প্রতিশ্রুতি দিয়েছিলেন। পরে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা দায়ের ও নেসকোর কর্মচারীরা এক প্রতিবাদ সমাবেশে উত্তরবঙ্গ অচল করার হুমকি দেয়। #
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর