ক্যাপশন: ক্রিকেট টুর্ণামেন্টের কিবজয়ীদের ট্রফি তুলে দেওয়া ও কেক কাটাসহ বিভিন্ন চিত্র।
স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী.....................................................................
খারাপ কাজ থেকে বিরত থেকে খেলাধুলার মাধ্যমে শরীর চর্চা ও লেখাপড়া অব্যাহত রাখার আহবান জানিয়েছেন, পাবনা-৪ আসনের এমপি গালিবুর রহমান শরীফ। শনিবার রাতে পোষ্ট অফিস মোড় মাঠে ঈশ্বরদী উপজেলা ও পৌর ছাত্রলীগ আয়োজিত প্রয়াত ভুমিমন্ত্রী শামসুর রহমান শরীফ স্মৃতি নাইট ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।
পৌর ছাত্রলীগ সভাপতি শৈশবের সভাপতিত্বে এসময় উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাস,পৌর মেয়র ইসাহক আলী মালিথা,অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী,সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, জেলা আওয়ামীলীগের মহিলা সম্পাদক মাহজেবিন শিরিন পিয়া,ঈশ^রদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রিয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সচীব তৌহিদ আক্তার পান্না,ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আব্দুস সালাম খান,যুবলীগ সভাপতি শিরহান শরীফ,বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ,ইউপি চেয়ারম্যান বৃন্দসহ সুশিল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
খেলায় ঈশ্বরদী পৌর ৮ নং ওয়ার্ড ছাত্রলীগ ৫ উইকেট ও ৮৪ রানে সলিমপুর ইউনিয়ন ছাত্রলীগকে পরাজিত করে চ্যাম্পিয়ন শিরোপা অর্জন করে। প্রধান অতিথি অনুষ্ঠানে কেক কেটে মিষ্টি মুখ করান এবং বিজয়ী ও রানার্স আপ দরের মধ্যে ট্রফি ও নগদ দেড় লাখ টাকা তুলে দেন। সহ¯্রাধিক দর্শক খেলা উপভোগ করেন। খেলার শুরুতেই জমকালো আতশবাজিতে দর্শকদের মাতিয়ে তোলা হয়।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর