ভ্রাম্যমান সংবাদদাতা, ঈশ্বরদী থেকে ॥ সোমবার সকালে ঈশ্বরদীতে জাতীয় মৎস্য পোনা অবমুক্তকরণ করা হয়েছে। মৎস্য অধিদপ্তারাধীন রাজস্ব বাজেটের আওতায় অভ্যন্তরীন জলাভ‚মি ও প্রতিষ্ঠানিক জলাশয়ে এই মৎস্য পোনা অবমুক্ত করা হয়।
সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুর রহমানের ব্যবস্থাপনায় মৎস্য পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাস।
এসময় পাবনা জেলা মৎস্য অফিসার দিপক কুমার পাল,সিনিয়র সহকারী পরিচালক ওমর আলী, সমাজসেবা অফিসার মানিক হোসেন,সমবায় অফিসার আতিয়ার রহমান ও পিআইও শিহাব উদ্দিনসহ অন্যান্য অফিসাররা উপস্থিত ছিলেন।
উপজেলা পুকুরসহ এগারো জলাশয়ে পর্যায় ক্রমে ৪২০ কেজি রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হবে বলে মৎস্য অফিস স‚ত্র জানায়।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর