নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদী: তরুণদের বেকারত্ম দূরীকরণ,আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে ঈশ্বরদীতে পাঁচদিন ব্যাপি আয়োজিত উদ্যোক্তা মেলার উদ্বোধন করা হয়েছে। খায়রুল গ্রুপের পক্ষ থেকে শুক্রবার সকালে ঈশ্বরদীর জয়নগরস্থ স্বপ্নদ্বীপ রিসোর্টে এই মেলার উদ্বোধন করা হয়েছে।
মেলা উদ্বোধন উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জ্বালানী ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল বিইপিআরসি এর চেয়ারম্যান (সিনিয়র সচিব)ওয়াহিদ হোসেন এনডিসি।
খায়রুল গ্রুপের শিল্পপতি আলহাজ্ব খায়রুল ইসলামের সভাপতিত্বে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন,ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সাহা, খায়রুল গ্রুপের চেয়ারম্যান সাইদুল ইসলাম মান্না সরদার,সাবেক চেয়ারম্যান আতিয়ার রহমান, স্বপ্নদ্বীপ রিসোর্টের এমডি মুনেম তাজওয়ার ওহিন ও এসএম ফজলুর রহমান। প্রধান অতিথি ফিতাকেটে মেলার উদ্বোণ করেন এবং মেলার স্টল পরিদর্শন করেন। মেলায় প্রথম দিনেই দেশীয় বিভিন্ন কোম্পানীর পক্ষ থেকে ৪২ টি স্টল বসানো হয়।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর