স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী........................................
মঙ্গলবার রাতে ঈশ্বরদী থানা পুলিশ ধর্ষণ চেষ্টার অভিযোগে কলেজ রোড এলাকা থেকে মোঃ নুর ইসলাম নয়ন নামের এক দন্ত চিকিৎসককে গ্রেফতার করে বুধবার দুপুরে কোর্ট হাজতে প্রেরণ করেছে। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনার ঝড় উঠেছে।
ঈশ্বরদী থানা সূত্র জানায়, মঙ্গলবার রাতে এক মহিলা রোগী দাঁতের চিকিৎসা করতে শহরের কলেজ রোডের দন্ত চিকিৎসক মোঃ নুর ইসলাম নয়ন এর নিকট তার চেম্বারে যান। এসময় ঐ চিকিৎসক তার শরীরের বিভিন্নস্থানে স্পর্ষ করে ধর্ষণরে চেষ্টা করে। এসময় ঐ মহিলা রোগী ক্ষিপ্ত হয়ে পরিবারের লোকজনকে খবর দিলে পরিবারের লোকজনসহ এলাকার যুবক ছেলেরা ঐ চিকিৎসককে তার চেম্বারে ঘিরে ফেলে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হলে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঈশ^রদী সদর পুলিশ ফাঁড়ির ইননচার্জ পুলিশ পরিদর্শক এমএ,আব্দুর রউফ নয়নকে গ্রেফতার করে করে থানায় নিয়ে আসে। পরে ঐ রাতেই চিকিৎসক মোঃ নুর ইসলাম নয়নের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনের ১০ ধারা মোতাবেক ধর্ষণ চেষ্টা মামলা রেকর্ড করের বুধবার দুপুরে পাবনা কোর্ট হাজতে প্রেরণ করেছে।
এ বিষয়ে ঈশ^রদী থানার ওসি অরবিন্দ সরকার ঘটনার সত্যতা স্বীকার করেছেন। অভিযুক্ত দন্ত চিকিসক মোঃ নুর ইসলাম নয়ন ষড়যন্ত্রের শিকার বলে দাবি করেছেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর