স্টাফ রিপোর্টার,ঈশ^রদী...................................
ঈশ্বরদী থানা পুলিশ ইয়াবা ব্যবসায়ী দু’যুবককে আটক করে শুক্রবার সকালে কোর্ট হাজতে প্রেরণ করেছে। এরা হলো শহরের পূর্ব নূরমহল্লার আমিনুলের ছোট ছেলে অনিক হাসান জয় ও একই এলাকার নজু আলীর ছেলে ফকরুল ইসলাম। ২৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ পিয়ার পুর এলাকা থেকে তাদের বৃহস্পতিবার রাতে গ্রেফতার করা হয়।
ঈশ্বরদী থানা পুলিশ ও মাদকের সাথে জড়িত একটি বিশেষ সুত্র জানায়, দীর্ঘদিন থেকে ঐ দু’যুবক একটি বিশেষ সংগঠনের কতিপয় নেতার সহযোগিতায় হোন্ডাযোগে কখনও পাঁয়ে হেঁটে ইয়াবা পাচার ও বিক্রি করছিল। গোপন সংবাদের ভিত্তিতে ঐদিন অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসংবাদ জানার পর অভিভাবক মহলের কয়েকজন ব্যক্তি মাদক ব্যবসায় সহযোগিতাকারী নেতাদের বয়কট করে ঈশ^রদী থেকে মাদক নির্মূল করার জন্য থানা পুলিশের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। #
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর