স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী.........................................
রবিবার সকালে ঈশ্বরদী-খুলনা রুটের ঈশ্বরদীতে রেলগেটের নিকট পাতিবিল সংলগ্ন রেল লাইনে ট্রেনের নীচে মাথা দিয়ে বিদেশ ফেরত যুবক অঞ্জন সাহা(২৮) নিহত হয়েছে। সে পিয়ারাখালী জামতলা গ্রামের অনন্ত কুমার সাহার ছেলে।
পারিবারিকসহ বিভিন্ন সূত্রে জানা যায়, অঞ্জন সাহা গত ছয়দিন আগে সিঙ্গাপুর থেকে দেশে ফিরে আসে। স্থানীয় একটি মেয়ের সাথে তার দীর্ঘদিনের প্রনয় চলছিল। এ অবস্থায় সে ঐ মেয়ের সাথে বিয়ে করার প্রস্তাব দিলে বাড়ির অভিভাবকরা বিরোধিতা করেন। নানাভাবে অভিভাবকদের বোঝানোর চেষ্টা করেও যখন কাজ হয়নি তখন সে শনিবার বাড়ি থেকে নিখোঁজ হয়। পরে রবিবার ভোর রাতে উল্লেখিতস্থানে তার ট্রেনে কাটা মরদেহ পাওয়া যায়।
রেলওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা মর্গে পাঠায়।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর